ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট


টানা ৮৪ ঘণ্টার হরতাল শেষে রাস্তায় নেমে গতকাল বুধবার রাত থেকে তীব্র যানজটের মুখে পড়তে হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন যানে থাকা যাত্রীদের। মহাসড়কে চট্টগ্রামের মিরসরাইয়ের প্রায় ৩৭ কিলোমিটার ও কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রায় ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এই তীব্র যানজটে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

মিরসরাই (চট্টগ্রাম):

আজ বৃহস্পতিবার মিঠাছড়া, মিরসরাই সদর, সুফিয়া রোড, বড়তাকিয়া ঘুরে দেখা গেছে, মহাসড়কের উভয় পাশে ছোট-বড় শত শত যানবাহন আটকে আছে। চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে চালকেরা গাড়ি নিয়ে ১০-১৪ ঘণ্টা রাস্তায় বসে আছেন। চট্টগ্রাম জেলা অতিক্রম করতে পারেননি তাঁরা। কখন গন্তব্যে পৌঁছাবেন, কেউই নির্দিষ্ট করে বলতে পারছেন না।


দাউদকান্দি (কুমিল্লা): ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এপিএসআই আবদুল হাকিম  বলেন, ৮৪ ঘণ্টা টানা হরতালের পর এলোপাতাড়ি ও অতিরিক্ত যানবাহনের কারণে গতকাল রাত সাড়ে ১২টার পর কুমিল্লার চান্দিনা এলাকায় হঠাত্ করে ঢাকাগামী যান চলাচল বন্ধ  হয়ে যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল শুরু হয়। কিন্তু এলোপাতাড়ি যান চলাচলের কারণে যানজট আরও বাড়তে থাকে।
আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে মহাসড়কের চান্দিনার গোমতী এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের চাকা ফেটে যায়। আধা ঘণ্টা পর কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়া হলেও যানজটের ওপর এর প্রভাব পড়ে। যানবাহনের চাপ বেশি থাকায় যানজটও তীব্র আকার ধারণ করে।

No comments:

Post a Comment