সমাজ বিজ্ঞান অনুষদের (‘ডি’ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে শনিবার শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তিযুদ্ধ।
প্রথম দিন সকাল সাড়ে ১০টা থেকে ২৮ হাজার ২৬৬ জন শিক্ষার্থী ‘ডি’ ইউনিটের পরীক্ষায় অংশ নেবেন।
সোমবার সকালে ‘সি-১’ ইউনিট (ব্যবসায় প্রশাসন অনুষদ) এবং বিকালে সি-২ এবং সি-৩ ইউনিটের পরীক্ষা হবে।
১৯ নভেম্বর মঙ্গলবার সকালে ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) এবং বিকালে ‘এফ’ ইউনিটের (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড অ্যানভায়রন মেন্টাল সায়েন্সেস) পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
২০ নভেম্বর সকালে ‘আই’ ইউনিট (ইঞ্জিনিয়ারিং অনুষদ), পরদিন ২১ নভেম্বর ‘ই’ ইউনিট ( আইন অনুষদ), ২৩ নভেম্বর ‘বি-১’ ইউনিটের (কলা ও মানব বিদ্যা অনুষদ) পরীক্ষা হবে।
এরপর ২৪ নভেম্বর বি-৩, বি-৭ এবং ২৫ নভেম্বর হবে বি-২, বি-৪ ইউনিটের পরীক্ষা।
জি ও এইচ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয়টি অনুষদে চার হাজার ৯০ আসনের বিপরীতে এ বছর এক লাখ ৬২ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী আবেদন করেছে।
ভর্তি পরীক্ষার কারণে শনিবার থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
এ বছর বিশ্ববিদ্যালয়ের বাইরে হাটহাজারী কলেজ, ফতেয়াবাদ কলেজ, ওমর গণি এমইএস কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ (নাসিরাবাদ মহিলা কলেজ), এনায়েত বাজার মহিলা কলেজ, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসেও পরীক্ষা ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হয়েছে।
No comments:
Post a Comment