চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু শনিবার

সমাজ বিজ্ঞান অনুষদের (‘ডি’ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে শনিবার শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তিযুদ্ধ।

রোববার চট্টগ্রামে হরতাল ডেকেছে বিএনপি e

আগামী রোববার চট্টগ্রাম মহানগরীতে হরতাল ডেকেছে বিএনপি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

টানা ৮৪ ঘণ্টার হরতাল শেষে রাস্তায় নেমে গতকাল বুধবার রাত থেকে তীব্র যানজটের মুখে পড়তে হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন যানে থাকা যাত্রীদের।

মেয়ের ধর্ষণ সইতে পারলেন না বাবা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক পাহাড়ি কিশোরী ধর্ষিত হওয়ার পর আত্মহত্যা করেছেন তার বাবা

চলন্ত ট্রেন থেকে এবার শিশুকে ফেলে দিল দুর্বৃত্তরা

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ নম্বর বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে ১০ বছরের একটি শিশু। নাম, রাজা মিয়া।

সীতাকুণ্ডে ১০ শিবির কর্মী গ্রেপ্তার



চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বিভিন্ন স্থানে আজ শুক্রবার ভোররাতে র্যাব-পুলিশ অভিযান চালিয়ে শিবিরের ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে দুই কেজি গান পাউডার, একটি পিস্তল, দুটি কিরিচ, দুটি চাপাতি, তিন লিটার পেট্রল ও জাহাজের পাঁচটি সিগন্যাল লাইট উদ্ধার করা হয়।
আজ শুক্রবার বিকেল চারটার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ ভবনে র্যাব-৭-এর অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া শিবিরের কর্মীরা হলেন সীতাকুণ্ড পৌর সদরের ইয়াকুবনগর এলাকার দিদারুল আলম (২০), শাহেদ বেলাল (২১), বহরপুর এলাকার আবদুল কাইয়ুম (২০), বগাচতর এলাকার নূর আলম (২০), রেলগেইট এলাকার মো. রুবেল (২২), দেলোয়ার হোসেন (২৩), দক্ষিণ মহাদেবপুর এলাকার মো. আনিছ (২৬), শাহ জামান (২৬), দক্ষিণ রহমতনগর এলাকার মো. সালাউদ্দীন(২২) ও মো. নিজাম (২৩)।
সংবাদ সম্মেলনে উপস্থিত র্যাব-৭-এর কমান্ডার সাহেদ করিম বলেন, র্যাবের গোয়েন্দা সদস্যদের কাছে গতকাল রাতে সহিংস ঘটনা ঘটানোর একটি আভাস ছিল। এরই পরিপ্রেক্ষিতে আজ ভোররাতে পুলিশ-র্যাব বিশেষ অভিযান চালিয়ে শিবিরের কর্মীদের গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আজ সন্ধ্যায় তাঁদের আদালতে পাঠানো হয়।
ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলার (উত্তর) সভাপতি কুতুব উদ্দিন শিবলু দাবি করেন, ১০ জনের মধ্যে সাতজন তাঁদের সদস্য। গ্রেপ্তার কর্মীদের কাছ থেকে অস্ত্র পাওয়ার বিষয়টি সাজানো নাটক বলে মন্তব্য করেন তিনি।

0 comments

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু শনিবার



সমাজ বিজ্ঞান অনুষদের (‘ডি’ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে শনিবার শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তিযুদ্ধ।

প্রথম দিন সকাল সাড়ে ১০টা থেকে ২৮ হাজার ২৬৬ জন শিক্ষার্থী ‘ডি’ ইউনিটের পরীক্ষায় অংশ নেবেন।
সোমবার সকালে ‘সি-১’ ইউনিট (ব্যবসায় প্রশাসন অনুষদ) এবং বিকালে সি-২ এবং সি-৩ ইউনিটের পরীক্ষা হবে।
১৯ নভেম্বর মঙ্গলবার সকালে ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) এবং বিকালে ‘এফ’ ইউনিটের (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড অ্যানভায়রন মেন্টাল সায়েন্সেস) পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
২০ নভেম্বর সকালে ‘আই’ ইউনিট (ইঞ্জিনিয়ারিং অনুষদ), পরদিন ২১ নভেম্বর ‘ই’ ইউনিট ( আইন অনুষদ), ২৩ নভেম্বর ‘বি-১’ ইউনিটের (কলা ও মানব বিদ্যা অনুষদ) পরীক্ষা হবে।
এরপর ২৪ নভেম্বর বি-৩, বি-৭ এবং ২৫ নভেম্বর হবে বি-২, বি-৪ ইউনিটের পরীক্ষা।
জি ও এইচ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয়টি অনুষদে চার হাজার ৯০ আসনের বিপরীতে এ বছর এক লাখ ৬২ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী আবেদন করেছে।
ভর্তি পরীক্ষার কারণে শনিবার থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
এ বছর বিশ্ববিদ্যালয়ের বাইরে হাটহাজারী কলেজ, ফতেয়াবাদ কলেজ, ওমর গণি এমইএস কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ (নাসিরাবাদ মহিলা কলেজ), এনায়েত বাজার মহিলা কলেজ, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসেও পরীক্ষা ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হয়েছে।

0 comments

সীতাকুন্ডে ৪দিনের হরতালে ৮ মামলায় গ্রেফতার ২২ আসামী ৭২৬জন



বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার ও ৪দিনের টানা হরতালে সীতাকুন্ডে পুলিশ বাদী হয়ে পৃথক পৃথক ৮টি মামলায় বিএনপি জামায়াতের অজ্ঞাত নামা সহ ৭২৬জনকে আসামী করা হয়েছে। এসব মামলায় সীতাকুন্ডে বিভিন্ন এলাকা থেকে ২২জনকে গ্রেফতার করেছে। সীতাকুন্ড মডেল থানার ওসি এসএম বদিউজ্জামান জানান হরতালে গাড়ি পুড়ানো মামলায় ২২জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত আসামীদের মধ্যে অনেক নিরীহ লোক রয়েছে বলে অভিভাবকরা জানান। সীতাকুন্ডে হরতালের প্রায় ২০/২৫টি গাড়ি পুড়ানোসহ প্রায় শতাধিক গাড়ি ভাংচুর করেছে।

0 comments

সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে হত্যা


সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের আবদুল্লাহর ঘাটা এলাকায় চোর সন্দেহে এক অজ্ঞাত যুবককে (৩০) পিটিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল চারটার দিকে সীতাকুণ্ড থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল্লাহ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, চোর সন্দেহে যুবকটিকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বেশ কয়েক দিন ধরে সংঘবদ্ধ একটি চোরের দল স্থানীয়দের বাড়িঘর থেকে মোবাইল, মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। প্রায় প্রতি রাতেই কোনো না কোনো গ্রামে এ ঘটনা ঘটে থাকে। গত বুধবার রাতেও বেশ কয়েকটি বাড়িতে মোটরসাইকেল চুরির চেষ্টা করে সংঘবদ্ধ চোর চক্রটি। বিক্ষুব্ধ জনতা গতকাল সকালে চোরের দলের সদস্য সন্দেহে যুবকটিকে ধরে গণধোলাই দিলে সে মারা যায়। তবে কে বা কারা তাকে পিটিয়ে হত্যা করেছে সে বিষয়ে স্থানীয়রা মুখ খুলছে না বলে জানিয়েছে পুলিশ

0 comments

আজ ১০ মহররম। পবিত্র আশুরা


রাসূল সা:-এর দৌহিত্র ও হজরত আলী রা:-এর পুত্র হজরত ইমাম হুসাইন রা:-এর শাহাদতের শোকাবহ স্মৃতিবিজড়িত দিন। হিজরি ৬১ সালের ১০ মহররম শুক্রবার ইমাম হুসাইন রা: ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে হজরত মুয়াবিয়া রা:-এর পুত্র ইয়াজিদের সৈন্যবাহিনীর হাতে নির্মমভাবে স্বপরিবারে শাহাদত বরণ করেন। ইসলামের খেলাফত শাসন ব্যবস্থার পরিবর্তে বংশানুক্রমিক রাজতান্ত্রিক শাসন এবং ইসলামি শরিয়তবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ করার কারণেই তাকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়। ইসলামের ইতিহাসে এ এক মর্মন্তুদ ঘটনা। মুসলমানদের জন্য এক শোকাবহ দিন আজ। মূলত আশুরা শব্দটি ‘আশারা’ থেকে এসেছে। ‘আশারা’ অর্থ- দশ। মহররম মাসের ১০ তারিখ এ জন্য আশুরা হিসেবে পরিচিত। ইসলামের ইতিহাসে ১০ মহররম আরো অসংখ্য ঘটনার জন্যও তাৎপর্যপূর্ণ। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, এ দিনে হজরত মুসা আ: ফেরাউনের কবল থেকে তার অনুসারীদের মুক্ত করেন এবং নীলনদে ফেরাউন ও তার সেনাবাহিনীর সলিল সমাধি ঘটে। তার কৃতজ্ঞতাস্বরূপ এ দিন মুসা আ: রোজা রেখেছিলেন। একই কারণে ইহুদিরা এ দিনে রোজা রাখে। আখেরি নবী হজরত মুহাম্মদ স: নিজে এ দিনে রোযা রেখেছেন এবং উম্মতকে এ দিনে রোজা রাখার আদেশ দেন। তবে রমজানের রোজা ফরজ হওয়ার পর রাসুল সা: আর আশুরার রোজা রাখার জন্য কাউকে আদেশ করেননি এবং নিষেধও করেননি। বর্তমানে মুসলমানরা নফল হিসেবে আশুরায় রোজা রাখেন। তবে শুধু ১০ মহররম রোজা রাখার পরিবর্তে তার আগের বা পরের দিন মিলিয়ে মোট দু’টি রোজা রাখার কথা হাদিসে এসেছে। আশুরার দিনে হজরত নুহ আ: মহাপ্লাবনের পর নৌকা থেকে ভূমিতে অবতরণ করেন বলেও কথিত আছে। এ ছাড়া এ দিনে আসমান-জমিন সৃষ্টিসহ নানা ঘটনা সংঘটিত হওয়ার বর্ণনা পাওয়া যায়। মূলত ইমাম হুসাইন রা:-এর করুণ শাহাদতের ঘটনার স্মরণেই সারা বিশ্বের মুসলমানেরা প্রতি বছর আশুরা পালন করেন। ইসলামের খেলাফতের ধারাবাহিকতা বজায় রাখা এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রয়াসে ইমাম হুসাইনের আত্মত্যাগ এবং তার বিপরীতে রাজতন্ত্রের পতাকাবাহী ইয়াজিদের অপকর্ম ও নিষ্ঠুরতার কথা শত শত বছর পরও মুসলমানদের সামনে ভেসে উঠে মহররমের দিনগুলোতে। হজরত মুয়াবিয়া রা:-এর ইন্তেকালের পর স্বীয় পুত্র ইয়াজিদ সাম্রাজ্যের ক্ষমতা গ্রহণ করেন। অথচ এ ক্ষমতা ইমাম হুসাইনকে দেয়ার কথা ছিল। ইমাম হুসাইন এ অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ করেন এবং শাসন কার্য পরিচালনায় অযোগ্য ইয়াজিদের আনুগত্য মেনে নিতে অস্বীকার করেন। তিনি খেলাফতের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য জনমত গঠনের প্রচেষ্টা চালাতে থাকেন। এ দিকে ইয়াজিদ হুসাইনকে নিজের পথের কাঁটা মনে করে তাকে দমন করার নানা কৌশল গ্রহণ করতে থাকেন। একপর্যায়ে হুসাইন যখন তার কাজের অংশ হিসেবে স্বপরিবারে সফরে বের হন তখন ইরাকের ফোরাত নদীর তীরবর্তী কারবালা প্রান্তরে তাকে ইয়াজিদ বাহিনী ঘেরাও করে ফেলে। ২ মহররম তিনি সেখানে তাঁবু স্থাপন করেন। ইয়াজিদ বাহিনী তাদের পানি সরবরাহ বন্ধ করে দেয়। তাদের ওপর নানা নির্যাতন চালাতে থাকে। একে একে তার পরিবারের সব সদস্যের মৃত্যুর পর সর্বশেষ ১০ মহররম ইমাম হুসাইনের শিরোñেদ করে ইয়াজিদ বাহিনী।

0 comments

সীতাকুন্ডে জ্বালাও পোড়াও দেখে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন



সীতাকুন্ডে রাজনৈতিক কর্মসূচির নামে যে ভয়াবহ জ্বালাও পোড়াও চলছে তাতে দারুন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম থেকে কোন কর্মকর্তা ঢাকায় গেলেই তিনি সীতাকুন্ড সম্পর্কে জানতে চান। সম্প্রতি খাগড়াছড়ি সফরে এসেও চট্টগ্রামের যেসব সরকারি কর্মকর্তার সাথে তার দেখা হয়েছে সবার কাছে শুধু সীতাকুন্ডের খোঁজ খবর নিয়েছেন তিনি। এছাড়া চট্টগ্রামের আর কোন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেননি। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে সীতাকুন্ড উপজেলা, মিলনায়তনে আয়োজিত আইন-শৃঙ্খলা সম্পর্কিত মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান একথা বলেন। এসময় তিনি আরো বলেন, সীতাকুন্ডের অনেক সুনাম আমরা শুনেছিলাম। এটি ছিলো শান্তি ও সৌন্দর্য্যের জনপদ। কিন্তু এখন এ উপজেলাটি আতংকের জনপদে পরিণত হয়েছে। রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও পোড়াও করতে বহিরাগত বহু সন্ত্রাসীকে এখানে পোস্টিং করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে কার বাড়িতে এসব সন্ত্রাসীকে গরু জবাই করে খাইয়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে পাঠানো হয়। অর্থের বিনিময়ে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ভাঙচুর, ব্যারিকেড দিয়ে সারাদেশের লাইফ লাইন এই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়ার চেষ্টা চলছে। তিনি আশ্চর্য হয়ে বলেন, আমি এখানে এসে দেখলাম ÿমতায় থাকার পরও সরকারি দল কতটা অসহায়। এ ধরণের ঘটনা ব্যতিক্রম হলেও তিনি মনে করেন এটি রাজনীতির জন্য ইতিবাচক। স্থানীয় সাংসদ এবিএম আবুল কাসেম কোন ধংসাত্মক কর্মকান্ড বা খুনের রাজনীতি করেন না বলে আজ এ অবস্থা। তবে এর মানে এই নয় যে তিনি দুর্বল। এদিন বিকাল ৩টায় শুরম্ন হওয়া এ জরম্নরি সভায় আরো বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সংক্রামত্ম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এবিএম আবুল কাসেম এমপি, উপজেলা চেয়ারম্যান আব্দুলস্না আল বাকের ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহীন ইমরান, চট্টগ্রাম পুলিশ সুপার হাফিজ আক্তার, এসএসআই চট্টগ্রামের উপ-পরিচালক মো. ইউনুস, র‌্যাব-৭ এর মেজর মো. ছিদ্দিকুর রহমান, বিজিবির মেজর মো. সাবিবর, থানার ওসি এসএম বদিউজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র জুলফিকার আলী শামীম, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, রায়হান উদ্দিন, রেজাউল করিম বাহার, ছাদাকাত উল্লাহ, শওকত আলী জাহাঙ্গীর, মোঃ জসীম উদ্দিন, নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নুরুল আনোয়ার, আ’লীগ নেতা আ ম ম দিলশাত, গোলাম মহিউদ্দিনসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক আব্দুল মান্নান উপস্থিতিদের কাছে এ সভার উদ্দ্যেশ্য বর্ণনা করে বলেন, সীতাকু- এখন একটি আতংকের নগরীতে পরিণত হয়েছে। এখানে যেসব ঘটনা ঘটতে শুরম্ন করেছে তা কারো কাছেই কাম্য হতে পারে না। তাই কেন এসব হচ্ছে আর কিভাবে এসব অপকর্ম প্রতিরোধ করা যায় সবার কাছে সে পরামর্শ চান তিনি। প্রথমে ইউপি চেয়ারম্যানবৃন্দ তাদের অভিমত প্রকাশ করে বক্তব্য রাখেন। এসব তারা বলেন, স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসী বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী এনে এখানে জ্বালাও পোড়াও চালাচ্ছে। রাতে গাড়ি পুড়িয়ে দিনে তারা আবার অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করছে। কিন্তু প্রশাসন কাউকে গ্রেপ্তার করে না। যদিও দু’য়েকজনকে গ্রেপ্তার করা হয় তারা একদিনেই জামিন পেয়ে যাচ্ছে। পরে ফিরে এসে দ্বিগুন উৎসাহে এসব অপকর্ম ঘটাচ্ছে তারা। এসব সরকার দলীয় কয়েকজন চেয়ারম্যান এ অবস্থার জন্য আ’লীগের নেতৃবৃন্দকে দায়ী করেন। তারা বলেন, নেতৃবৃন্দের সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় ছাত্রলীগ, যুবলীগ কিংবা আ’লীগ এখন মাঠে নেই। আর এ সুযোগে বিএনপি-জামায়াত ভাড়াটিয়া দিয়ে এলাকা দখল করতে চায়। সাম্প্রতিক অবস্থা প্রসঙ্গে ওসি এসএম বদিউজ্জামান বলেন, একসময় এখানে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল করত। তিনি আসার পর সেটা কমেছে। এছাড়া যেখানে কোন ঘটনার খবর পান তিনি তাৎÿণিক গিয়ে ব্যবস্থা নিচ্ছেন। মামলা ও গ্রেপ্তার অব্যহত রয়েছে। তবে কোন সন্ত্রাসী চিহ্নিত করা বা গ্রেপ্তারে জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় সহযোগিতা পান না বলে পাল্টা অভিযোগ করেন তিনি। উপজেলা চেয়ারম্যান আব্দুলস্না আল বাকের ভূঁইয়া ও এমপি এবিএম আবুল কাসেম এসব ঘটনার জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করেন। তারা বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরীর ইন্ধনে এসব ঘটনা ঘটছে। আসলাম চৌধুরী এখানে জ্বালাও পোড়াও, ভাঙচুর, ব্যারিকেড করে ম্যাডাম খালেদা জিয়ার কাছ থেকে নমিনেশন চূড়ান্ত করতে চায়। তারা আরো বলেন, সীতাকুন্ডে আ’লীগের সাংগঠনিক অবস্থা মোটেও দুর্বল নয়। যদি তাই হতো এখানে এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র এমনকি ৯টি ইউপির মধ্যে ৬টিতে আ’লীগ নির্বাচিত হতো না। অল্প সময়ের মধ্যেই সাংগঠনিক মিটিংয়ের মাধ্যমে আ’লীগ আবার মাঠে নামবে বলে তারা জানান। মিটিংয়ে উপস্থিত চট্টগ্রামরে পুলিশ সুপার মো. হাফিজ আক্তার বলেন, রাতে গাড়ি ভাঙচুর পোড়ানোকে অনেকে রাজনৈতিক কর্মকান্ড নয় বলে দাবি করেন। কিন্তু যেহেতু কর্মসূচির সময়ে হচ্ছে তাই আমি মনে করি এগুলি রাজনৈতিক। কিন্তু রাজনীতির নামে কাউকেই যা খুশি তা করতে দেওয়া হবে না। সবার সহযোগিতা পেলে এসব অপরাধীদের নির্মূল করা সম্ভব। বাড়বকুন্ডে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। একটি বিজিবি ক্যাম্পও প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এখন থেকে দুষ্কৃতিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার হবে বলে জানান তিনি।

0 comments

মেয়ের ধর্ষণ সইতে পারলেন না বাবা


চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক পাহাড়ি কিশোরী ধর্ষিত হওয়ার পর আত্মহত্যা করেছেন তার বাবা

বুধবার মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া ত্রিপুরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় কয়েকজন তরুণ মঙ্গলবার রাতে ১৫ বছর বয়সী মেয়েটিকে ধর্ষণ করে। পরদিন রাতে তার বাবা অনিন্দ্য ত্রিপুরা (৪০) বিষপানে আত্মহত্যা করেন বলে মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান।

ধর্ষণের ঘটনায় করা মামলার আসামিদের মধ্যে আলাউদ্দিন ও জয়নাল আবেদিন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসআই শফিকুল বলেন, মঙ্গলবার রাতে ওই কিশোরী ঘর থেকে বের হলে কয়েকজন তরুণ তাকে ধরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় বুধবার অনিন্দ্য ত্রিপুরা বাদি হয়ে একটি মামলা করেন।রাতে তিনি বিষপান করেন।

অন্যের জমি চাষ করে সংসার চালাতেন অনিন্দ্য ত্রিপুরা। তার তিন ছেলে ও দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে। ধর্ষিতা মেয়েটি পাঁচ ভাই-বোনের মধ্যে চতুর্থ।

“মেয়ে ধর্ষিত হওয়ায় মানসিক আঘাত থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে,” বলেন এসআই শফিকুল।

অনিন্দ্যর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সূত্র-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

0 comments